Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

সেবা কেন্দ্র :

         (ক) মা ও শিশু কল্যাণ কেন্দ্র,বাগেরহাট - 01 (এক) টি।

         (খ) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র -62(বাষট্টি) টি।

        (গ) স্যাটেলাইট ক্লিনিক-450(চারশত পঞ্চাশ) টি।

        (ঘ) উপজেলা সদর পঃ পঃ ক্লিনিক -০৮টি।

 

সেবা সমূহ:

 

         স্থায়ী পদ্ধতি

         (ক) পুরুষ (খ) মহিলা

         দীর্ঘ মেয়াদী পদ্ধতি

         (ক) আই ইউ ডি (খ) ইমপ্লান্ট

         স্বল্প মেয়াদী পদ্ধতি

         (ক) ইনজেকশন (খ) খাবার বড়ি (গ) কনডম

            অন্যান্য সেবা

        (ক) ইসিপি সেবা (খ) এম আর সেবা।

রিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের সকল সেবা কেন্দ্রের মাধ্যমে পরিবার  পরিকল্পনা পদ্ধতি গ্রহীতার হার বৃদ্ধিতে সেবা প্রদান করা হচ্ছে। পরিবার পরিকল্পনা পদ্ধতি সমূহ নিমণরম্নপ-

v      কনডম

v      খাবার বড়ি

v      ইনজেকশন

v      ইমপস্ন্যান্ট(ইমপস্নানন)

v      আইইউডি(কপার-টি)

v      পুরম্নষ বন্ধ্যাকরণ(এনএসভি)

v      মহিলা বন্ধ্যাকরণ(টিউবেকটমি)

 

পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কেন্দ্রের মাধ্যমে  নিমেণাক্ত সেবাসমূহ  প্রদান করা হচ্ছে-

v      মা ও শিশু স্বাস্থ্য সেবা

v      প্রাথমিক স্বাস্থ্য সেবা

v       গর্ভবতী পরিচর্যা(প্রসবপূর্ব, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা)

v      প্রজনন স্বাস্থ্য সেবা

v      পরিকল্পিত পরিবার গঠনে কাউন্সিলিং

v      প্রশিÿÿত পরিবার কল্যাণ পরিদর্শিকা ও দাই এবং মা ও শিশু কল্যাণ

v        কেন্দ্রের মাধ্যমে  নিরাপদ মাতৃত্ব সেবা

v        ইপিআই কার্যক্রম বাসত্মাবায়ন

পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ ও সেবা  প্রদান হয়  নিমেণাক্ত সেবা প্রদানকারী ও সেবা কেন্দ্র থেকে

Ø      পরিবার কল্যান সহকারী/পরিবার পরিকল্পনা কর্মী/ বেসরকারী সংস্থার কর্মী

Ø      স্যাটেলাইট ক্লিনিক

Ø      কমিউনিটি  ক্লিনিক

Ø      ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

Ø       উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সর পরিবার পরিকল্পনা ক্লিনিক ও এমসিএইচ         ইউনিট

Ø       মা ও শিশু কল্যাণ কেন্দ্র

Ø       জেলা সদর হাসপাতাল

Ø       সরকারী মেডিকেল কলেজ সংলগ্ন মডেল  ক্লিনিক

Ø       বেসরকারী সংস্থার ক্লিনিক ও হাসপাতাল

 

 

৪।    মা ও শিশু স্বাস্থ্য :

 

        (ক) গর্ভকালীন যত্ন।

         (খ) গর্ভোত্তর যত্ন।

         (গ) প্রসব সেবা ।

         (ঘ) টিটি প্রদান বিষয়ক সেবা।

          (ঙ) (0-5)বছরের শিশু সেবা।

         (চ) সাধারণ  রোগী  সেবা।

 

৫।     অন্যান্য সেবাঃ

 

         (ক) কিশোর/কিশোরী সেবা।

        (খ) বন্ধ্যা দম্পতিদের সেবা।

        (গ) আরটিআই/এসটিআই সেবা।

 

         জনসংখ্যা                              ঃ     ১৪,৭৭,৭৭৯ জন।

         পুরুষ                                    ঃ     ৭,৫৪,৯৯১ জন।

         মহিলা                                  ঃ     ৭,২২,৭৮৮ জন।

 

     সক্ষম দম্পতি                           ঃ     ২,৯৬,৭৩৪ জন।

 

    মোট পদ্ধতি গ্রহণকারী              ঃ     ২,৪২,৯১২ জন।

 

    পদ্ধতি গ্রহণকারীর হার (সিএআর)       ঃ     ৮১.৭৬%

 

   মেথড মিক্স

                              

         (ক) স্থায়ী পদ্ধতি পুরুষ             ঃ     ১৪,০৫৩ জন         ৫.৭৯%

         (খ) স্থায়ী পদ্ধতি মহিলা            ঃ     ১৯,৪৫৬ জন          ৮%

         (গ) আই ইউ ডি                      ঃ     ১২,৭৭১  জন           ৫.২৬%

         (ঘ) ইমপ্লান্ট                           ঃ     ৭,১৭৭   জন            ২.৯৫%

         (ঙ) খাবার বড়ি                    ঃ     ১,২২,৮৯৩ জন         ৫০.৫৯%

         (চ) ইনজেকশন                       ঃ     ৪৫,৭০০ জন         ১৮.৮১%

         (ছ) কনডম                         ঃ     ২০,৮৬২ জন             ৮.৫৯%

 

   স্থুল জন্মহার                  ঃ     ১০.৯৮ জন (প্রতি হাজারে)।

 

   স্থুল মৃত্যুহার                  ঃ     ৩.২৬ জন (প্রতি হাজারে)।

 

  জনসংখ্যা বৃদ্ধির হার        ঃ     ০.৭৭%

 

   টি এফ আর                   ঃ     ১.৬৭%

 

   নবজাতকের মৃত্যু হার             ঃ     ৩৮.৭১ (প্রতি হাজার জীবিত জন্মে)।

 

  শিশু মৃত্যু ( ১ বছরের মধ্যে)      ঃ     ৬২.৩৩ (প্রতি হাজার জীবিত জন্মে)।

 

   শিশু মৃত্যু (৫ বছরের নীচে)       ঃ     ৯৭.৭৬  (প্রতি হাজার জীবিত জন্মে)।

 

 মাতৃ মৃত্যু                     ঃ     ৩.২৮  (প্রতি হাজার জীবিত জন্মে)।

 

   মোট গর্ভবতী                         ঃ     ৭,১৯৯ জন।

 

  ঝুঁকিপূণ গর্ভবতী রেফার          ঃ     ২৫২৩ জন।

 

  বন্ধ্যা দম্পতিদের সেবা             ঃ

         (ক) পরামর্শ প্রাপ্ত            ঃ     ৫৪৯৯ জন।

         (খ) রেফার                     ঃ     ১৩৫৭ জন।

 

  কিশোর/কিশোরীদের সেবা               

         (ক)    রক্ত স্বল্পতা

                 (১)     সেবা প্রাপ্ত সংখ্যা    ঃ     ২০,৪৯৯ জন।

                 (২)     রেফারকৃত সংখ্যা  ঃ     ১৯২৬ জন।

 

         (খ)    আয়োডিন ঘাটতি           ঃ

(১)     সেবা প্রাপ্ত সংখ্যা    ঃ     ২৫০৪ জন।

(২)     রেফারকৃত সংখ্যা  ঃ     ৬৫৬ জন।

 

         (গ)    ডিজমেনোরিয়া              ঃ

                 (১) সেবা প্রাপ্ত সংখ্যা       ঃ     ৬৪১৭ জন।

                 (২) রেফারকৃত সংখ্যা      ঃ     ১১১৭ জন।

 

         (ঘ)    আরটিআই/এসটিআই সেবা         ঃ

                 আক্রান্ত

                 (১)     কিশোরী              ঃ     ৯৪৭০ জন।

                 (২)     কিশোর               ঃ     ৪১৫১ জন।

         (ঙ)   রেফারকৃত

                (১)      কিশোরী              ঃ     ১৩৩৩ জন।

                (২)      কিশোর               ঃ     ৭১৭ জন।

 

  অন্যান্য আরটিআই/এসটিআই সেবা      ঃ     ৪৫১৩৮ জন।

 

  টিটি প্রাপ্ত মায়ের সংখ্যা           

 

         (ক) ১ম ডোজ                         ঃ     ১২৩২৩ জন।

         (খ) ২য় ডোজ                         ঃ     ১২৭১৫ জন।

         (গ) ৩য় ডোজ                         ঃ     ১৪৫৩৬ জন।

         (ঘ) ৪থ ডোজ                         ঃ     ১৩৮৯৬ জন।

         (ঙ) ৫ম ডোজ                         ঃ     ১৩৪৯৪ জন।

 

  ইসিপি সেবা                                      ঃ     ৭২৩ জন।

 

 এম আর সেবা প্রাপ্ত মহিলা                 ঃ     ১৬১৬ জন।

 

   (০-৫) বছর শিশু সেবা                    ঃ     ৩,৩১,৫০৫ জন।